হাদীস নং ২১২৫
ইসমাঈল ইবনে আবু উওয়াইস রহ………আবদুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমাদের এবং ইয়াহুদী ও খৃষ্টানদের উদাহরণ এরূপ, যেমন এক ব্যক্তি কয়েকজন মজদুরকে কাজে নিয়োগ করে বলল, দুপুর পর্যন্ত এক কীরাত পারিশ্রমিকের বিনিময়ে আমার কাজ কে করবে ? তখন ইয়াহুদীরা এক এক কীরাতের বিনিময়ে কাজ করে দিল। তারপর খৃষ্টানরা এক এক কীরাতের বিনিময়ে (আসর পর্যন্ত) কাজ করে দিল । তারপর তোমরাই যারা আসরের সালাতের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত দুই দুই কীরাতের বিনিময়ে কাজ করলে। তাঁতে ইয়াহুদী ও খৃষ্টানরা রাগান্বিত হল, তারা বলল, আমরা কাজ করলাম বেশী, অথচ পারিশ্রমিক পেলাম কম। তখন সে ব্যক্তি বলল, আমি তোমাদের প্রাপ্য কম দিয়েছি ? তারা বলল না। তখন সে বলল, সেটা আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা দান করি।