বুখারি হাদিস নং ২১২৩ – পতনোন্মুখ কোন দেয়াল খাড়া করে দেওয়ার জন্য মজদুর নিয়োগ করা বৈধ ।

হাদীস নং ২১২৩

ইবরাহীম ইবনে মূসা রহ………উবাই ইবনে কাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তারা উভয়ে (খিযির ও মূসা আ.) চলতে লাগলেন, সেখানে তারা এক পতনোন্মুখ প্রাচীর দেখতে পেলেন। সাঈদ রহ. তার হাত দিয়ে ইশারা করে দেখালেন এভাবে এবং (খিযির) উভয়ে হাত তুললেন এতে দেয়াল ঠিক হয়ে গেল হাদীসের অপর বর্ণনাকারী ইয়ালা রহ. বলেন, আমার ধারণা যে সাঈদ রহ. বলেছেন, তিনি (খিযির) দেয়ালটির উপর হাত বুলিয়ে দিলেন, ফলে তা সোজা হয়ে গেল । মূসা আ. (খিযিরকে) বলেন, আপনি ইচ্ছা করলে এ কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। সাঈদ রহ. বর্ণনা করেন যে, এমন পারিশ্রমিক নিতে পারতেন যা দিয়ে আপনার আহার চলত।