হাদীস নং ২১২০
ইবরাহীম ইবনে মূসা রহ…………আয়িশা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রা. বনূ দীল ও বনূ আবদ ইবনে আদী গোত্রের একজন অত্যন্ত হুশিয়ার ও অভিজ্ঞ পথপ্রদর্শক মজদুর নিয়োগ করেন। এ লোকটি আস ইবনে ওয়াইল গোত্রের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ ছিল আর সে কুরায়শী কাফিরদের ধর্মাবলম্বী ছিল। তাঁরা দু’জন (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার উপর আস্থা রেখে নিজ নিজ সাওয়ারী তাকে দিয়ে দিলেন এবং তিনি রাত পর এগুলো সাওর পাহাড়ের গুহায় নিয়ে আসতে বলেন। সে তিন রাত পর সকালে তাদের সাওয়ারী নিয়ে তাদের কাছে উপস্থিত হল। তারপর তাঁরা দু’জন রওয়ানা করলেন। তাদের সাথে আমির ইবনে ফুহাইরা ও দীল গোত্রের পথপ্রদর্শক সে লোকটিও ছিল।সে তাদেরকে (সাগরের) উপকূলের পথ ধরে নিয়ে গেল।