হাদীস নং ২১০৬
আদম রহ………আবুল বাখতারী তাঈ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রা.-কে খেজুরে সলম করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাবার যোগ্য এবং ওযন করার যোগ্য হওয়ার আগে বিক্রি করা নিষেধ করেছেন। ঐ সময় এক ব্যক্তি বলল, কী ওযন করবে ? তার পাশের এক ব্যক্তি বলল, সংরক্ষিত হওয়া পর্যন্ত । মুআয রহ. সূত্রে শুবা রহ. থেকে আমর রা. বর্ণিত, আবুল বাখতারী রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-কে বলতে শুনেছি যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ (করতে) নিষেধ করেছেন।