হাদীস নং ২১০৩
মূসা ইবনে ইসমাঈল রহ………মুহাম্মদ ইবনে আবু মুজালিদ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে সাদ্দাদ ও আবু বুরদাহ রহ. আমাকে আবদুল্লাহ ইবনে আবু আওফা রা.-এর কাছে পাঠান। তাঁরা বললেন যে, (তুমি গিয়ে) তাকে জিজ্ঞাসা কর, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে সাহাবায়ে কিরাম গম বিক্রয় কি সলম (পদ্ধতি গ্রহণ) করতেন ? আবদুল্লাহ রা. বললেন, আমরা সিরিয়ার লোকদের সঙ্গে গম, যব ও কিসমিস নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। আমি বললাম, যার কাছে এসবের মূল বস্তু থাকত তাঁর সঙ্গে ? তিনি বললেন, আমরা এ সম্পর্কে তাদের জিজ্ঞাসা করিনি।তারপর তাঁরা দু’জনে আমাকে আববদুর রহমান ইবনে আবযা রা.-এর কাছে পাঠালেন এবং আমি তাকে (এ ব্যাপারে) জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে সাহাবীগণ সলম করতেন, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করতেন যে, তাদের কাছে মূল বস্তু মওজুদ আছে কি-না।