বুখারি হাদিস নং ২১০২

হাদীস নং ২১০২

আবুল ওয়ালীদ রহ. ইয়াহইয়া রহ. ও হাফস ইবনে উমর রহ…….মুহাম্মদ অথবা আবদুল্লাহ ইবনে আবুল মুজালিদ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে হাদ ও আবু বুরদাহ রহ.-এর মাঝে সলম কেনা-বেচার ব্যাপারে মতভেদ দেখা দিলে তাঁরা আমাকে ইবনে আবু আওফা রা.-এর নিকট পাঠান। আমি এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমর রা.-এর যুগে আমরা গম, যব, কিসমিস ও খেজুরের সলম করতাম। (তিনি আরো বলেন) এবং আমি ইবনে আবযা রা.-কে জিজ্ঞাসা করলে তিনিও অনুরূপ বলেন।