বুখারি হাদিস নং ২০৯৭ – নির্দিষ্ট পরিমাপে সলম করা।

হাদীস নং ২০৯৭

আমর ইবনে যুরারা রহ……..ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করেন তখন লোকেরা এক বা দু’বছরের বাকীতে (রাবী ইসমাঈল সন্দেহ করে বলেন, দু’ অথবা তিন বছরের (মেয়াদে) সলম (পদ্ধতিতে) বেচা-কেনা করত। এতে তিনি বললেন,) যে ব্যক্তি খেজুরের সলম করতে চায় সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওযনে সলম করে।