হাদীস নং ২০৬৬
কুতাইবা রহ………আনাস রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকার পূর্বে ফল বিক্রি নিষেধ করেছেন। (রাবী বলেন) আমরা আনাস রা.-কে জিজ্ঞাসা করলাম, ফল পাকার অর্থ কি? তিনি বললেন, লালচে বা হলদে হওয়া। (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন) বলত, আল্লাহ তা’আলা যদি ফল নষ্ট করে দেন, তবে কিসের বদলে তোমরা ভাইয়ের মাল গ্রহণ করবে?