বুখারি হাদিস নং ২০৬০ – নির্ধারিত মেয়াদে বাকিতে খাদ্য ক্রয় করা।

হাদীস নং ২০৬০

উমর ইবনে হাফস ইবনে গিয়াস রহ……..আমাশ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, ইবরাহীম রহ.-এর কাছে বন্ধক রেখে বাকিতে ক্রয় করার ব্যাপারে আলোচনা করলাম। তিনি বললেন, এতে কোন দোষ নেই। এরপর তিনি আসওয়াদ রহ. সূত্রে আয়িশা রা. থেকে বর্ণনা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট মেয়াদে (মূল্য বাকি রেখে) জনৈক ইয়াহুদীর নিকট থেকে খাদ্য খরিদ করেন এবং তাঁর বর্ম বন্ধক রাখেন।