বুখারি হাদিস নং ২০৫৮ – খেজুর উপযোগী হওয়ার আগে তা বিক্রয় করা।

হাদীস নং ২০৫৮

আলী ইবনে হায়সাম রহ………আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলের উপযোগিতা প্রকাশ হওয়ার আগে তা বিক্রি করতে নিষেধ করেছেন। এবং খেজুরের রং ধরার আগে (বিক্রি করতে নিষেধ করেছেন)। জিজ্ঞাসা করা হল, রং ধরার অর্থ কী ? তিনি বলেন, লাল বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করা। আবু আবদুল্লাহ বলেন, আমি মুআল্লা ইবনে মানসুর রহ. থেকে হাদীস লিপিবদ্ধ করেছি। কিন্তু এ হাদীস তার থেকে লিখিনি।