বুখারি হাদিস নং ২০৫৪ – আরিয়্যা-এর ব্যাখ্যা।

হাদীস নং ২০৫৪

মুহাম্মদ ইবনে মুকাতিল রহ……….যায়েদ ইবনে সাবিত রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়্যার ব্যপারে অনুমতি দিয়েছেন যে, ওযন করে খেজুরের বদলে গাছের অনুমান কৃত খেজুর বিক্রি করা যেতে পারে। মূসা ইবনে উকবা রহ. বলেন, আরিয়্যা বলা হয়, বাগানে এসে কতগুলো নির্দিষ্ট গাছের খেজুর (শুকনা খেজুরের বদলে) খরিদ করে নেওয়া।