হাদীস নং ২০৫৩
আলী ইবনে আবদুল্লাহ রহ……….সাহল ইবনে আবু হাসমা রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন এবং আরিয়্যা-এর অনুমতি দিয়েছেন। তা হল তাজা ফল অনুমানে বিক্রি করা, যাতে (ক্রেতা) তাজা খেজুর খাওয়ার সুযোগ লাভ করতে পারে। রাবী সুফিয়ান রহ. আর একবার এভাবে বর্ণনা করেছেন, অবশ্য তিনি (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরিয়্যা এর ক্ষেত্রে অনুমতি দিয়েছেন যে, ফলের মালিক অনুমানে তাজা খেজুর বিক্রয় করে, যাতে তারা (ক্রেতাগণ) তাজা খেতে পারে। রাবী বলেন, এ কথা পূর্বের কথা একই এবং সুফিয়ান রহ. বলেন, আমি তরুণ বয়সে (আমার উস্তাদ) ইয়াহইয়া (ইবনে সাঈদ রহ.) কে বললাম, মক্কাবাসীগণ তো বলে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়্যা-এর ক্রয়-বিক্রয়ের অনুমতি দিয়েছেন। তিনি বললেন, মক্কাবাসীদের তা কিসে অবহিত করল ? আমি বললাম, তারা জাবির রা. থেকে বর্ণনা করে থাকেন। এতে তিনি নীরব হয়ে গেলেন। সুফিয়ান রহ.-কে জিজ্ঞাসা করা হল , এ হাদীসে এ কথাটুকু নাই যে, উপযোগিতা প্রকাশের আগে ফল বিক্রি নিষেধ করেছেন। তিনি বলেন, না।