বুখারি হাদিস নং ২০৪৩ – দীনারের বিনিময়ে দীনার বাকিতে ক্রয়-বিক্রয় করা।

হাদীস নং ২০৪৩

আলী ইবনে আবদুল্লাহ রহ……..আবু সালিহ যায়য়াত রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরী রা.-কে বলতে শুনলাম, দীনারের বদলে এবং দিরহামের বদলে দিরহাম (সমান সমান বিক্রি করবে) এতে আমি তাকে বললাম, ইবনে আব্বাস রা. তো তা বলেন না? উত্তরে আবু সাঈদ রা. বলেন, আমি তাকে (ইবনে আব্বাস রা.) জিজ্ঞাসা করেছিলাম যে, আপনি তা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট থেকে শুনেছেন, না আল্লাহর কিতাবে পেয়েছেন ? তিনি বললেন, এর কোনটি বলিনি। আপনারাই তো আমার চাইতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশী জানেন। অবশ্য আমাকে উসামা (ইবনে যায়েদ রা. জানিয়েছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাকি বিক্রয় ব্যতীত রিবা হয় না। আবু আবদুল্লাহ রহ. বলেন, আমি সুলাইমান ইবনে হারব রহ.কে বলতে শুনেছি, বাকি বিক্রয় ব্যতীত রিবা হয় না, এ কথার অর্থ আমাদের মতে এই যে, সোনা-রূপার বিনিময়ে, গম যবের বিনিময়ে কম-বেশী বেচাকেনা করাতে দোষ নেই নগদ নগদ হয়, কিন্তু বাকি বেচাকেনাতে কোন মঙ্গল নেই।