বুখারি হাদিস নং ২০৪১ – রৌপের বিনিময়ে রৌপ্য বিক্রয়।

হাদীস নং ২০৪১

উবায়দুল্লাহ ইবনে সাদ রহ……..আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত যে, আবু সাঈদ খুদরী রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে (আবু বাকরার হাদীসের)-অনুরূপ একটি হাদীস তাঁর কাছে বর্ণনা করেন। আবদুল্লাহ ইবনে উমর রা. তাঁর (আবু সাঈদ রা.-এর) সঙ্গে দেখা বললেন, হে আবু সাঈদ ! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি কী হাদীস বর্ণনা করে থাকেন ? আবু সাঈদ রা. সারফ (মুদ্রার বিনিময়ে) সম্পর্কে বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছি যে, সোনার বদলে সোনার বিক্রয় সমান পরিমাণ হতে হবে। রূপার বদলে রূপার বিক্রয় সমান হতে হবে।