বুখারি হাদিস নং ২০৩৬ – খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি করা।

হাদীস নং ২০৩৬

আবুল ওয়ালীদ রহ……….উমর রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতে হাতে (নগদ নগদ) ছাড়া গমের বদলে গম বিক্রি করা সূদ, নগদ নগদ ছাড়া যবের বদলে যব বিক্রয় সূদ, নগদ নগদ ব্যতীত খেজুরের বিনিময়ে খেজুর বিক্রয় সূদ।