বুখারি হাদিস নং ২০৩৫

হাদীস নং ২০৩৫

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ…………আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত যে, উম্মুল মু’মিনীন আয়িশা রা. একটি দাসী খরিদ করে তাকে আযাদ করার ইচ্ছা করেন। দাসীটির মালিক পক্ষ বলল, দাসীটি এ শর্তে বিক্রি করব যে, তার ওয়ালার হক আমাদের থাকবে।তিনি একথা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উল্লেখ করলেন। তিনি বললেন, এতে তোমার বাঁধা হবে না। কেননা, ওয়ালা তারই, যে আযাদ করে।