হাদীস নং ২০৩২
মূসা ইবনে ইসমাঈল রহ………আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বণিক দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের থেকে খাদ্য খরিদ করতাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের বাজারে পৌছানোর পূর্বে আমাদের তা খরিদ নিষেধ করেছেন । আবু আবদুল্লাহ রহ. বলেন, তা হল বাজারের প্রান্ত সীমা। উবায়দুল্লাহ রহ.-এর হাদীসে এ বর্ণনা রয়েছে।