বুখারি হাদিস নং ২০২৪

হাদীস ২০২৪

সালত ইবনে মুহাম্মদ রহ…….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমরা পণ্যবাহী কাফেলার সাথে (শহরে প্রবেশের পূর্বে সস্তায় পণ্য খরিদের উদ্দেশ্যে) সাক্ষাৎ করবে না এবং শহরবাসীর পক্ষে বিক্রয় না করে। রাবী তাউস রহ. বলেন, আমি ইবনে আব্বাস রা.-কে জিজ্ঞাসা করলাম, শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে বিক্রয় না করে, তাঁর একথার অর্থ কি? তিনি বললেন, তার হয়ে যেন সে প্রতারণামূলক দালালী না করে।