বুখারি হাদিস নং ২০২২

হাদীস নং ২০২২

হাসসান ইবনে আবু আববাদ রহ……..আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত যে, আয়িশা রা. বারীরার দরদাম করেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের উদ্দেশ্যে বের হয় যান। যখন ফিরে আসেন তখন আয়িশা রা. তাকে বললেন যে, তারা (মালিক পক্ষ) ওয়ালা এর শর্ত ছাড়া বিক্রি করতে রাযী নয়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : ওয়ালা তো তারই, যে আযাদ করে। (রাবী বলেন, আমি নাফি রহ.-কে জিজ্ঞাসা করলাম, বারীরার স্বামী আযাদ ছিল, না দাস ? তিনি বললেন, আমি কি করে জানব?