বুখারি হাদিস নং ১৯৯৯

হাদীস নং ১৯৯৯

মূসা ইবনে ইসমাঈল রহ……..ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য (খরিদ করে) পুরাপুরী আয়ত্ত্বে না এনে বিক্রি করতে নিষেধ করেছেন। (রাবী তাইস রহ. বলেন) আমি ইবনে আব্বাস রা.-কে জিজ্ঞাসা করলাম, এ কিভাবে হয়ে থাকে ? তিনি বললেন, এ এভাবে হয়ে থাকে যে, দিরহাম এর বিনিময়ে দিরহাম আদান-প্রদান হয় অথচ পণ্যদ্রব্য অনুপস্থিত থাকে। ইমাম বুখারী রহ. বলেন, আয়াতে বর্ণিত ‘মারজুন’ অর্থ যারা নির্দেশ পালনে বিলম্বিত করে।