হাদীস নং ১৯৭৮
হাফস ইবনে উমর রহ………হাকীম ইবন হিযাম রা. সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যতক্ষণ ক্রেতা-বিক্রেতা বিচ্ছিন্ন না হবে ততক্ষণ তাদের খিয়ারের অধিকার থাকবে। আহমদ রহ. বাহয রহ. সূত্রে অতিরিক্ত বর্ণনা করেন যে হাম্মাম রহ. বলেন, আমি আবু তাইয়্যাহ রহ.-কে এ হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, আবদুল্লাহ ইবনে হারিস যখন এই হাদীসটি আবু খলীলকে বর্ণনা করেন, তখন আমি তার সঙ্গে ছিলাম।