বুখারি হাদিস নং ১৯৬৪ – সূত্রধর প্রসঙ্গে।

হাদীস নং ১৯৬৪

কুতাইবা ইবনে সাঈদ রহ……..আবু হাযিম রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু লোক সাহল ইবনে সাদ রা.-এর কাছে এসে মিম্বরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন (আনসারী) মহিলা সাহল রা. যার নাম উল্লেখ করেছিলেন, তার কাছে তিনি সংবাদ পাঠালেন যে, তোমার সূত্রধর গোলামকে বল, সে যেন আমার জন্য কাঠ দিয়ে একটি (মিম্বর) তৈরী করে দেয়। লোকদের সাথে কথা বলার সময় যার উপর আমি বসতে পারি। সে মহিলা তাকে গাবা নামক স্থানের কাঠ দিয়ে মিম্বর বানানোর নির্দেশ দিলেন। তারপর গোলামটি তা নিয়ে এল এবং সে মহিলা এটি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পাঠিয়ে দিলেন। তার নির্দেশক্রমে তা স্থাপন করা হল, পরে তার উপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবেশন করলেন।