বুখারি হাদিস নং ১৯৫০ – মিশ্রিত খেজুর বিক্রি করা।

হাদীস নং ১৯৫০

আবু নুআঈম রহ……….আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের মিশ্রিত খেজুর দেওয়া হত, আমরা তার দু’ সা এক সা’-এর বিনিময়ে বিক্রি করতাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : এক সা’ এর পরিবর্তে দু’ সা এবং এক দিরহামের পরিবর্তে দু’ দিরহাম বিক্রি করবে না।