হাদীস নং ১৯৪৮
হিশাম ইবনে আম্মার রহ……….আবু হুরায়রা রা. সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যবসায়ী লোকদের ঋণ দিত। কোন অভাবগ্রস্তকে দেখল সে তার কর্মচারীদের বলত, তাকে মাফ করে দাও, হয়তো আল্লাহ তা’আলা আমাদের মাফ করে দিবেন। এর ফলে আল্লাহ তা’আলা তাকে মাফ করে দেন।