বুখারি হাদিস নং ১৯৪৬ – ক্রয়-বিক্রয়ে নম্রতা ও সদ্ব্যবহার । আর যে ব্যক্তি তার পাওনার তাগাদা করে সে যেন অন্যায় বর্জন করে তাগাদা করে।

হাদীস নং ১৯৪৬

আলী ইবনে আইয়্যাশ রহ………জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি ক্রয়-বিক্রয় এবং পাওনা তাগাদায় নম্র ব্যবহার করে, আল্লাহ তা’আলা তার উপর রহম করুন।