হাদীস নং ১৯৩৩
মুহাম্মদ রহ………উবায়দুল্লাহ ইবনে উমায়র রহ. থেকে বর্ণিত যে, আবু মূসা আশআরী রা. উমর ইবনে খাত্তাব রা.-এর নিকট প্রবেশের অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হয়নি; সম্ভবত: তিনি কোন কাজে ব্যস্ত ছিলেন। তাই আবু মূসা রা. ফিরে আসেন। পরে উমর রা. পেরেশান তাকে আসতে বল। কেউ বলল, তিনি তো ফিরে চলে গেছেন। উমর রা. তাকে ডেকে পাঠালেন। তিনি (উপস্থিত হয়ে) বললেন, আমাদের এরূপই নির্দেশ দেওয়া হয়েছে। উমর রা. বললেন, তোমাকে এর উপর সাক্ষী পেশ করতে হবে। আবু মূসা রা. ফিরে গিয়ে আনসারদের এক মজলিসে পৌছে তাদের এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তাঁরা বললেন, এ ব্যাপারে আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ আবু সাঈদ খুদরী রা.-ই সাক্ষ্য দেবে। তিনি আবু সাঈদ খুদরী রা.-কে নিয়ে গেলেন। উমর রা. (তার কাছ থেকে সে হাদীসটি শুনে) বললেন, (কি আশ্চর্য) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ কি আমার কাছ থেকে গোপন রয়ে গেল ? (আসল ব্যাপার হল) বাজারের ক্রয়-বিক্রয় অর্থাৎ ব্যবসায়ের জন্য বের হওয়া আমাকে অনবহিত রেখেছে।