হাদীস নং ১৯২৯
আহমদ ইবনে মিকদাম ইজলী রহ………আয়িশা রা. থেকে বর্ণিত যে, কিছু সংখ্যক লোক বলল, ইয়া রাসূলাল্লাহ ! বহু লোক আমাদের কাছে গোশত নিয়ে আসে আমরা জানিনা, তারা বিসমিল্লাহ পড়ে যবেহ করেছিল কিনা ? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই উপর আল্লাহর নাম লও এবং তা খাও (ওয়াসওয়াসা শিকার হয়ো না)।