হাদীস নং ১৯২০
আবদুল আযীয ইবনে আবদুল্লাহ রহ……..আবদুর রাহমান ইবনে আওফা রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন মদীনায় আসি, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং সাদ ইবনে রাবী রা.-এর মাজে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দেন। পরে সাদ ইবনে রাবী বললেন, আমি আনসারদের মাঝে অধিক ধন-সম্পত্তির অধিকারী। আমার অর্ধেক সম্পত্তি তোমাকে ভাগ করে দিচ্ছি এবং আমার উভয় স্ত্রীকে দেখে যাকে তোমার পছন্দ হয়, বল আমি তাকে তোমার জন্য পরিত্যাগ করব।যখন সে (ইদ্দত পূর্ণ করবে) তখন তুমি তাকে বিবাহ করে নিবে। আবদুর রাহমান রা. বললেন, এ সবে আমার কোন প্রয়োজন নেই । বরং (আপনি বলুন) ব্যবসা-বাণিজ্য করার মত কোন বাজার আছে কি ? তিনি বললেন, কায়নুকার বাজার আছে। পরের দিন আবদুর রাহমান রা. সে বাজারে গিয়ে পনীর ও ঘি (খরিদ করে) নিয়ে আসলেন। এরপর ক্রমাগত যাওয়া-আসা করতে থাকেন। কিছুকাল পরে আবদুর রাহমান রা.-এর কাপড়ে বিয়ের মেহেদী দেখা গেল। এতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহ করেছ ? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, সে কে ? তিনি বললেন, জনৈকা আনাসারী মহিলা। তিনি জিজ্ঞাসা করলেন, কী পরিমাণ মহর দিয়েছ ? আবদুর রাহমান আ. বললেন, খেজুরের এক আটি পরিমাণ স্বর্ণ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন : একটি বকরী দিয়ে হলেও ওয়ালীমা কর।