বুখারি হাদিস নং ১৯১৭ – ইতিকাফ করার ইচ্ছা করে পরে কোন কারণে তা থেকে বেরিয়ে যাওয়া ভাল মনে করা।

হাদীস নং ১৯১৭

মুহাম্মদ ইবনে মুকাতিল রহ……আয়িশা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশক ইতিকাফ করার অভিপ্রায় প্রকাশ করলে আয়িশা রা. তাঁর কাছে ইতিকাফ করার অনুমতি প্রার্থনা করায় তিনি তাকে অনুমতি দিলেন। এরপর হাফসা রা. আয়িশা রা. -এর নিকট অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিলেন। তা দেখে যায়নাব বিনতে জাহাশ রা. নিজের জন্য তাবু লাগানোর নির্দেশ দিলে তা পালন করা হল। আয়িশা রা. বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে নিজের তাবুতে ফিরে এসে কয়েকটি তাবু দেখতে পেলেন। তখন তিনি বললেন : এ কি ব্যাপার ? লোকেরা বলল, আয়িশা, হাফসা ও যায়নাব রা.-এর তাবু। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তাঁরা কি নেকী পেতে চায় ? আমি আর ইতিকাফ করবো না। এরপর তিনি ফিরে আসলেন। পরে সাওম শেষ করে শাওয়াল মাসের দশ দিন ইতিকাফ করেন।