বুখারি হাদিস নং ১৯১১ – ইতিকাফকারীর নিজের উপর সৃষ্ট সন্দেহ অপনোদন করা।

হাদীস নং ১৯১১

ইসমাঈল ইবনে আবদুল্লাহ রহ. এবং ইবনে আবদুল্লাহ রহ………সাফিয়্যা রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইতিকাফ অবস্থায় একবার তিনি তাঁর সঙ্গে সাক্ষাত করতে আসেন। তিনি যখন ফিরে যান তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাথে কিছু দূর হেঁটে আসেন। ঐ সময়ে এক আনসার ব্যক্তি তাকে দেখতে পায়। তিনি যখন তাকে দেখতে পেলেন তখন তাকে ডাক দিলেন ও বললেন : এসো, এ তো সাফিয়্যা বিনতে হুয়ায়্যী শয়তান মানব দেহে রক্তের মত চলাচল করে থাকে। রাবী বলেন, আমি সুফিয়ান রা.-কে বললাম, তিনি রাতে এসেছিলেন ? তিনি বললেন, রাতে ছাড়া আর কি?