বুখারি হাদিস নং ১৮৬৭ – ঈদুল ফিতরের দিনে সাওম পালন করা।

হাদীস নং ১৮৬৭

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ………বনূ আযহারের আযাদকৃত গোলাম আবু উবায়দ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার ঈদে উমর ইবনুল খাত্তাব রা.-এর সঙ্গে ছিলাম, তখন তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিনে সাওম পালন করতে নিষেধ করেছেন। যে দিন তোমরা তোমাদের সাওম ছেড়ে দাও। আরেক দিন, যেদিন তোমরা তোমাদের কুরবানীর গোশত খাও। আবু আবদুল্লাহ রহ. বলেন, ইবনে উয়ায়না রহ. বলেন, যিনি ইবনে আযহারের মাওলা বলে উল্লেখ করেছেন, তিনি ঠিক বর্ণনা করেছেন; আর যিনি আবদুর রাহমান ইবনে আওফা রা.-এর মাওলা বলেছেন, তিনিও ঠিক বর্ণনা করেছেন।