বুখারি হাদিস নং ১৮৬৪ – সাওম পালনের (উদ্দেশ্যে) কোন দিন কি নির্দিষ্ট করা যায়?

হাদীস নং ১৮৬৪

মুসাদ্দাদ রহ…….আলকামা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা রা.-কে জিজ্ঞাসা করলাম যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন দিন কোন কাজের জন্য নির্দিষ্ট করে নিতেন ? উত্তরে তিনি বললেন, না, বরং তাঁর আমল স্থায়ী হত এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব আমল করার শক্তি-সামর্থ্য রাখতেন তোমাদের মধ্যে কে আছে যে সবের সামর্থ্য রাখে ?