হাদীস নং ১৮৬০
সালত ইবনে মুহাম্মদ রহ……..ইমরান ইবনে হুসাইন রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা (রাবী বলেন) অন্য এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন এবং ইমরান রা. তা শুনছিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : হে অমুকের পিতা ! তুমি কি এ মাসের শেষভাগে সাওম পালন করনি ? (রাবী) বলেন, আমার মনে হয় (আমার ওস্তাদ) বলেছেন, অর্থাৎ রমযান। লোকটি উত্তর দিল, ইয়া রাসূলাল্লাহ ! না। তিনি বললেন : যখন সাওম পালন শেষ করবে তখন দুদিন সাওম পালন করে নিবে। আমার মনে হয় সালত রহ. রমযান শব্দটি বর্ণনা করেননি। সাবিত রহ. ইমরান সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শা’বানের শেষভাগে বলে উল্লেখ করেছেন । আবু আবদুল্লাহ বুখারী রহ. বলেন, শা’বান শব্দটি অধিকতর সহীহ।