বুখারি হাদিস নং ১৮৫৬

হাদীস নং ১৮৫৬

ইসহাক ওয়াসিতী রহ……..আবদুল্লাহ ইবনে আমর রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট আমার সাওমের আলোচনা করায় তিনি আমার এখানে আগমন করেন। আমি তাঁর জন্য খেজুরের গাছের ছালে পরিপূর্ণ চামড়ার বালিশ (হেলান দিয়ে বসার জন্য) পেশ করলাম। তিনি মাটিতে বসে পড়লেন। বালিশটি তাঁর ও আমার মাঝে পড়ে থাকল। তিনি বললেন : প্রতি মাসে তুমি তিন দিন রোযা রাখলে হয় না ? আবদুল্লাহ রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ ! (আরো)। তিনি বললেন : সাত দিন । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ ! (আরো)। তিনি বললেন : নয় দিন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ ! (আরো) । তিনি বললেন : এগারো দিন। এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : দাউদ আ.-এর সাওমের চেয়ে উত্তম সাওম আর হয় না- অর্ধেক বছর, একদিন সাওম পালন কর ও একদিন ছেড়ে দাও।