হাদীস নং ১৮৪৪
মুহাম্মদ ইবনে বাশশার রহ……..আবু জুহায়ফা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রা. ও আবুদ দারদা রা.-এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দেন। (একবার) সালমান রা. আবুদ দারদা রা.-এর সাথে সাক্ষাত করতে এসে উম্মুদ দারদা রা.-কে মলিন কাপড় পরিহিত দেখতে পান । তিনি এর কারণ জিজ্ঞাসা করলে উম্মদ দারদা রা. বললেন, আপনার ভাই আবুদ দারদার পার্থিব কোন কিছুর প্রতি মোহ নেই । কিছুক্ষণ পরে আবুদ দারদা রা. এলেন। তারপর তিনি সালমান রা.-এর জ্য আহার্য প্রস্তুত করান এবং বলেন, আপনি খেয়ে নিন, আমি সাওম পালন করছি। সালমান রা. বললেন, আপনি না খেলে আমি খাবো না। এরপর আবুদ দারদা রা. সালমান রা.–এর সঙ্গে খেলেন। রাত হলে আবুদ দারদা রা. (সালাত আদায়ে) দাঁড়াতে গেলেন। সালমান রা. বললেন, এখন ঘুমিয়ে যান। আবুদ দারদা রা. ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবুদ দারদা রা. আবার সালাতে দাঁড়াতে উদ্যত হলেন, সালমান রা. বললেন, ঘুমিয়ে যান। যখন রাতের শেষ ভাগ হল, সালমান রা. আবুদ দারদা রা.-কে বললেন, এখন দাঁড়ান। এরপর তাঁরা দু’ জনে সালাত আদায় করলেন। পরে সালমান রা. তাকে বললেন, আপনার প্রতিপালকের হক আপনার উপর আছে। আপনার নিজেরও হক আপনার উপর রয়েছে। আবার আপনার পরিবারেরও হক রয়েছে। প্রত্যেক হকদারকে তার হক প্রদান করুন। এরপর আবুদ দারদা রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে এ ঘটনা বর্ণনা করলেন। (সব শুনে) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : সালমান ঠিকই বলেছে।