বুখারি হাদিস নং ১৮৪১ – যে ব্যক্তি অধিক পরিমাণে সাওমে বেসাল পালন করে তাকে শান্তি প্রদান।

হাদীস নং ১৮৪১

আবুল ইয়ামান রহ……….আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ ! আপনি যে বিরতিহীন সাওম পালন করেন ? তিনি বললেন : তোমাদের মধ্যে আমার মত কে আছ ? আমি এমনভাবে রাত যাপন করি যে, আমার প্রতিপালাক আমাকে পানাহার করান। এরপর যখন লোকেরা সাওমে বেসাল করা হতে বিরত থাকল না তখন তিনি তাদেরকে নিয়ে দিনের পর দিন সাওমে বেসাল করতে থাকলেন। এরপর লোকেরা যখন চাঁদ দেখতে পেল তখন তিনি বললেন : যদি চাঁদ উঠতে আরো দেরী হত তবে আমি তোমাদেরকে নিয়ে আরো বেশী দিন সাওমে বেসাল করতাম। এ কথা তিনি তাদেরকে শাস্তি প্রদান স্বরূপ বলেছিলেন, যখন তারা বিরত থাকতে অস্বীকৃতি জানিয়েছিল।