বুখারি হাদিস নং ১৮২৮ – সাওমের কাযা যিম্মায় রেখে যার মৃত্যু হয়।

হাদীস নং ১৮২৮

মুহাম্মদ ইবনে খালিদ রহ……..আয়িশা রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : সাওমের কাযা যিম্মায় রেখে যদি কোন ব্যক্তি মারা যায় তাহলে তার অভিভাবক তার পক্ষ থেকে সাওম আদায় করবে। ইবনে ওয়াহব রহ. আমর রহ. থেকে উক্ত হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবনে আইয়্যূব রহ……ইবনে আবু জাফর রহ. থেকেও এ হাদীসটি বর্ণনা করেছেন।