বুখারি হাদিস নং ১৮২০ – রমযানের কয়েকদিন সাওম পালন করে যদি কেউ সফর আরম্ভ করে।

হাদীস নং ১৮২০

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ……….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমের অবস্থায় কোন এক রমযানে মক্কার পথে যাত্রা করলেন। কাদীদ নামক পৌঁছার পর তিনি সাওম ভঙ্গ করে ফেললে লোকেরা সকলেই সাওম ভঙ্গ করলেন। আবু আবদুল্লাহ রহ. বলেন, উসফাস ও কদায়দ নামক দুই স্থানের মধ্যে কাদীদ একটি ঝর্ণা।