বুখারি হাদিস নং ১৮০৯ – সাওম পালনকারী যদি ভুলবশত আহার করে বা পান করে ফেলে

হাদীস নং ১৮০৯

আবদান রহ……..আবু হুরায়রা. রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : রোযাদার ভুলক্রমে যদি আহার করে বা পান করে ফেলে, তাহলে সে যেন তার সাওম পুরা করে নেয়। কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।