হাদীস নং ১৭৬৯
ইয়াহইয়া ইবনে বুকাইর রহ……….উমর রা. থেকে বর্ণিত, তিনি এ বলে দুআ করতেন, হে আল্লাহ ! আমাকে তোমার পথে শাহাদাত বরণ করার সুযোগ দান কর এবং আমার মৃত্যু তোমার রাসূলের শহরে দাও। ইবনে যুবায়ই রহ…….হাফসা বিনতে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর রা.-কে অনুরূপ বর্ণনা করতে শুনেছি। হিশাম রহ. বলেন, যায়েদ তাঁর পিতার সূত্রে হাফসা রা. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি উমর রা.-কে বলতে শুনেছি। আবু আবদুল্লাহ রহ. বলেন, রাওই তাঁর মায়ের সূত্রে এরূপ বলেছেন।