বুখারি হাদিস নং ১৭৬৬ – মদীনার কোন এলাকা পরিত্যাগ করা বা জনশূন্য করা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন।

হাদীস নং ১৭৬৬

ইবনে সালাম রহ……..আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, বনু সালিমা গোত্রের লোকেরা মসজিদে নববীর নিকটে চলে যাওয়ার সংকল্প করল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাকে জনশূন্য করা অপছন্দ করলেন, তাই তিনি বললেন : হে বনু সালিমা ! মসজিদে নববীর দিকে তোমাদের হাঁটার সওয়াব কি তোমরা হিসাব করা না ? এরপর তারা সেখানেই রয়ে গেল।