বুখারি হাদিস নং ১৭৫৭ – মদীনার প্রস্তর নির্মিত দুর্গসমূহ।

হাদীস নং ১৭৫৭

আলী ইবনে আবদুল্লাহ রহ……..উসামা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার কোন একটি টিলায় আরোহণ করে বললেন : আমি যা দেখি তোমরা কি তা দেখতে পাচ্ছ ? (তিনি বললেন) বৃষ্টি বিন্দু পতিত হওয়ার স্থানসমূহের মত আমি তোমাদের গৃহসমূহের মাঝে ফিতনার স্থানসমূহ দেখতে পাচ্ছি। মামার ও সুলাইমান ইবনে কাসীর রহ. যুহরী রহ. থেকে হাদীস বর্ণনায় সুফিয়ানের অনুসরণ করেছেন।