হাদীস নং ১৭৪২
সুলাইমান ইবনে হারব রহ……..যিয়াদের আযাতকৃত গোলাম কাযাআ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ রা.-কে যিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে বারটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বলতে শুনেছি, চারটি বিষয় যা আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি (অথবা) তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেন। আবু সাঈদ রা. বলেন, এ বিষয়গুলো আমাকে আশ্চর্যাম্বিত করে দিয়েছে এবং চমত্কৃত করে ফেলেছ। (তা হল এই,) স্বামী কিংবা মাহরাম ব্যতীত কোন মহিলা দুই দিনের পথ সফর করবে না। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা-এ দুই দিন কেউ কোন সালাত আদায় করবে না। মসজিদে হারাম, আমার মসজিদ এবং মসজিদে আকসা-এ তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের জন্য সফরের প্রস্তুতি গ্রহণ করবে না।