হাদীস নং ১৭৩৬
ইসহাক রহ………আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার গাধীর পিঠে আরোহণ করে (মিনায়) আগমন করলাম। তখন আমি সাবালক হওয়ার নিকটবর্তী ছিলাম। ঐ সময়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। আমি চলতে চলতে প্রথম কাতারে কিছু অংশ অতিক্রম করে চলে যাই। এরপর সাওয়ারী থেকে নিচে অবতরণ করি। গাধীটি চরে খেতে লাগল। আর আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেছনে লোকদের সাথে কাতারে শামিল হয়ে যাই। ইউসুফ রহ. ইবনে শিহাব রহ. সূত্রে তাঁর বর্ণনায় মিনা শব্দের পর বিদায় হজ্জের সময় কথাটি বর্ণনা করেছেন।