হাদীস নং ১৭৩৪
আবদুল্লাহ ইবনে মাসলামা রহ………আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ফযল (ইবনে আব্বাস) রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাওয়ারীতে তাঁর পেছনে বসা ছিলেন। এমতাবস্থায় খাসআম গোত্রের এক মহিলা আসলেন। ফযল রা. মহিলার দিকে তাকাতে লাগলেন এবং মহিলাও তার দিকে তাকাতে লাগলেন। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফযল রা.-এর মুখটি অন্যদিকে ফিরিয়ে দিতে লাগলেন। এ সময় মহিলাটি বললেন, আমার পিতার বৃদ্ধ অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তার উপর হজ্জ ফরয হয়েছে এমন সময়. যখন তিনি সওয়ারীর উপর বসে থাকতে পারছেন না। আমি কি তার পক্ষ হতে হজ্জ আদায় করতে পানি ? তিনি বললেন : হ্যাঁ। এ ছিল বিদায় হজ্জের সময়কার ঘটনা।