বুখারি হাদিস নং ১৭২৪ – লুঙ্গি না পেলে (মুহরিম ব্যক্তি) পায়জামা পরিধান করবে।

হাদীস নং ১৭২৪

আদম রহ…….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আমাদেরকে লক্ষ্য করে তাঁর ভাষণে বললেন : (মুহরিম অবস্থায়) যার লুঙ্গি নেই সে যেন পায়জামা পরিধান করে এবং যার চপ্পল নেই সে যেন মোজা পরিধান করে।