বুখারি হাদিস নং ১৭২৩

হাদীস নং ১৭২৩

আহমদ ইবনে ইউনুস রহ…….আবদুল্লাহ রা. থেকে বর্ণিত যে, মুহরিম ব্যক্তি কী কাপড় পরিধান করবে এ সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন : মুহরিম ব্যক্তি জামা, পাগড়ি, পায়জামা, টুপি এবং জাফরান কিংবা ওয়ারস দ্বারা রঞ্জিত কাপড় ব্যবহার করতে পারবে না। যদি তার চপ্পল না থাকে তাহলে মোজা পরবে, তবে মোজা দুটি পায়ের গিরার নিচ থেকে কেটে নিবে।