বুখারি হাদিস নং ১৭০৮ – মুহরিম ব্যক্তিকে জীবিত জংলী গাধা হাদিয়া দিলে সে তা কবুল করবে না।

হাদীস নং ১৭০৮

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ……..সাব ইবনে জাসসামা লায়সী রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আবওয়া বা ওয়াদ্দান নামক স্থানে অবস্থানকালে তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে একটি জংলী গাধা হাদিয়া দিলে তিনি তা ফিরিয়ে দেন। এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চেহারায় মলিনতা লক্ষ্য করে বললেন : তা আমি কখনো তোমার নিকট ফিরিয়ে দিতাম না যদি আমি মুহরিম না হতাম।