বুখারি হাদিস নং ১৭০০ – ফিদায়ার দেয়া খাদ্য অর্ধ সা’ পরিমাণ ।

হাদীস নং ১৭০০

আবুল ওয়ালীদ রহ………আবদুল্লাহ ইবনে মাকিল রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কাব ইবনে উজরা রা.-এর পাশে বসে তাকে ফিদয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এ আয়াত বিশেষভাবে আমার সম্পর্কেই নাযিল হয়েছে। তবে এ হুকুম সাধারণভাবে তোমাদের সকলের জন্যই । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে আমাকে নিয়ে যাওয়া হল। তখন আমার চেহারায় উকুন বেয়ে পড়ছে। তিনি বললেন : তোমার কষ্ট বা পীড়া যে পর্যায়ে পৌছেছে দেখতে পাচ্ছি, আমার তো আগে এ ধারণা ছিল না। তুমি কি একটি বকরীর ব্যবস্থা করতে পারবে ? আমি বললাম, না। তিনি বললেন : তাহলে তুমি তিন দিন সিয়াম পালন কর অথবা ছয়জন মিসকীনকে অর্ধ সা’ করে খাওয়াও।