হাদীস নং ১৬৯৪
আহমদ ইবনে মুহাম্মদ রহ…….সালিম রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর রা. বলতেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সুন্নতই কি তোমাদের জন্য যথেষ্ট নয় ? তোমাদের কেউ যদি হজ্জ করতে বাঁধাপ্রাপ্ত হয় সে যেন (উমরার জন্য) বায়তুল্লাহর ও সাফা-মারওয়ার মধ্যে তাওয়াফ করে সব কিছু থেকে হালাল হয়ে যায়। অবশেষে পরবর্তী বছর হজ্জ আদায় করে নেয়। তখন সে কুরবানী করবে আর যদি কুরবানী দিতে না পারে তবে সিয়াম পালন করবে। আবদুল্লাহ রহ……..ইবেন উমর রা. থেকে অনুরূপ বর্ণনা করেছেন ।